পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া,পিরোজপুর,প্রতিনিধি;-
পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি জমি সুরক্ষা আইন অমান্য করে রাতের আঁধারে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণ করায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ৩০ লাখ টাকা ক্ষতির অভিযোগ এনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বুখইতলা বান্ধবপাড়া বারেক হাওলাদার বাড়ি হইতে হোসেন পহলানের বাড়ি পর্যন্ত সরকারি বরাদ্ধে প্রায় ১ হাজার ফুট নতুন রাস্তা নির্মাণ করার অনুমোদন দেয়া হয়। কিন্তু স্থানীয় ইউপি সদস্য পুরাতন রাস্তাটি সংস্কার না করে এবং নতুন রাস্তাটির আওতায় জমির মালিকদের সাথে আলোচনা না করেই গত ২৩ এপ্রিল রাতের আঁধারে কৃষি জমি নষ্ট করে ভেকু দিয়ে নতুন রাস্তাটি নির্মাণ করেন।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা জানান, ইউপি সদস্যের আত্মীয় একটি পরিবারের সুবিধা দেয়ার জন্য ১৮টি পরিবারের কৃষি জমি নষ্ট করে রাতের আঁধারে রাস্তাটি নির্মাণ করে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ২৮ এপ্রিল বিল না দেয়ার জন্য দরখাস্ত করি। ওই আবেদন উপেক্ষা করে প্রকল্প কমিটিকে চুড়ান্ত বিল পরিশোধ করা হয়। তাই বাধ্য হয়ে আমরা গত ৪ মে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির বিরুদ্ধে আইনি নোটিশ প্রদান করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিধি মোতাবেক তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। এব্যাপারে বক্তব্য নিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply