মোঃ মোশাররফ হোসেন মনির
বাগেরহাট জেলা প্রতিনিধি;-
বাগেরহাটের শরণখোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাউথখালীকে ২-১গোলে হারিয়ে রায়েন্দা ইউনিয়ন বিজয়ী হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১মে) বিকেলে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন এম পি এসময় আরো উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী, শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সেক্রেটারি এম সাইফুল ইসলাম খোকন। বিজয়ী দল বাগেরহাট জেলা টুর্নামেন্টে অংশ নেবে।
Leave a Reply