মঠবাড়িয়ায় উপজেলা প্রতিনিধি;-
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করার অভিযোগে সুমন সাহা (৩৪) ও শিলা বেগম (৩০) নামে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনা মহানগর পুলিশের সহযোগিতায় মঠবাড়িয়া থানা পুলিশ নগরীর খাল পাড় নামক এলাকা থেকে শুক্রবার তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন সাহা উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের শ্যামল সাহার ছেলে ও শিলা বেগম খুলনা মহানগরের খালপাড়া এলাকার ইউনুস আলীর মেয়ে ও মো. রনি মিয়ার স্ত্রী।
উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত জনান, প্রতারক চক্রটি দীর্ঘ দিন ধরে উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে ব্যবসায়িসহ বিভিন্ন জনের নিকট চাঁদা দাবি করে আসছিলো। সম্প্রতি এ চক্রটি পৌর শহরের একটি বেকারির মালিকের কাছে চাঁদা দাবি করে। এছাড়া সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামে একটি মিস্টির দোকানে চাঁদা দাবি করে এবং বিকাশে ১২‘শ টাকা চাঁদা নেয়। বিষটি তাদের সন্দেহ হলে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এর স্বত্তাধিকারি মানিক লাল ঘোষ বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে মঠবাড়িয়া থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, মোবাইল ও তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারকদের সনাক্ত করে তাদেরকে খুলনা পুলিশের সহযোগিতায় শুক্রবার গ্রেপ্তার করে আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply