মঠবাড়িয়া,পিরোজপুর প্রতিনিধি;-
মঠবাড়িয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মঠবাড়িয়া উপজেলা সমাবেশ সোমবার সকালে শহীদ মাখন লাল মিলনায়তনে উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট (চ.দা.) মনির আহমেদ, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান, নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহম্মেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মঠবাড়িয়া উপজেলা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু প্রমূখ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট মনির আহমেদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শক্তিশালী এ বাহিনীর জন্য ভাতা দ্বিগুন করার প্রস্তাব, রেশন প্রথা চালু এবং মঠবাড়িয়া উপজেলায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক দেয়ার সুপারিশ করা হয়েছে। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ভূয়সী প্রশাংসা করেন।
Leave a Reply