পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবারের ঘূর্ণিঝড়ে কমপক্ষে শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙে পড়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বড়মাছুয়া, বেতমোর রাজপাড়া, সাপলেজা, আমড়াগাছিয়া, মঠবাড়িয়া সদর ইউনিয়ন ও ধানীসাফা ইউনিয়নে বেশি ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
জানাগেছে, উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্ব রাজপাড়া গ্রামের মৃত হামেজ উদ্দিন হাওলাদারের ছেলে বাদল হাওলাদার ও রত্তন হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদারের বসতঘর দুটি গাছের চাপা পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। মঠবাড়িয়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর মিঠাখালী গ্রামের দিনমজুর আঃ সালাম, কৃষক কাঞ্চন ফরাজী, দিনমজুর মামুন মোল্লা, ইউসুফ গাজী, নয়া মিস্ত্রী, দিনমজুর নিয়াজ ফরাজীর বসতঘর গাছের চাপা পড়ে বিধ্বস্ত হয়েছে।
বড় মাছুয়া ইউনিয়নের উত্তর বড় মাছুয়া গ্রামের ছবুর বেপারীর বসতঘর, ফজলু আকনের ছেলে জামাল আকনের বসতঘর, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নুরুল আমীনের বসতঘর, উত্তর বড় মাছুয়া গ্রামের জালাল গাজীর স্ত্রী খোদেজা বেগমের গরু মারা গেছে। সাফা ইউনিয়নের দক্ষিণ পাতাকাটা গ্রামের নুর আলমের বসতঘরটি ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে পাশে ফেলে দেয়।
বড় মাছুয়া ফেরিঘাটে ব্যাপক ক্ষতি হয়েছে। নোঙর বারবিকিউ পয়েন্টে ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার সকল ইউনিয়নের গাছপালা ও ফসলের কম বেশি ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার শনিবার দুপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
Leave a Reply