শফিক টুটুল,পিরোজপুর;-
পিরোজপুর জেলার নাজিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করছে নাজিরপুর উপজেলা বিএনপি। ৩০ মে দুপুর ৩টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলার ৯ ইউনিয়নের জাতীয়তাবাদী বিনএপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের প্রায় সহশ্রাধিক নেতা কর্মীরা স্বতস্ফুর্তভাবে উপস্থিত হয়ে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের মৃত সদস্যদের আত্মার মাগফিরাত সহ সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ৭নং শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা বিএনপির সাহিত্য ও গবেষণা সম্পাদক আকরাম আলী ডাকুয়া, জহিরুল ইসলাম বাদল, ১নং মাটিভংগা ইউনিয়নের সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, ৫নং শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন, উপজেলা যুবদলর সভাপতি সাফিক হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহীম হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পী সাবেক ছাত্রনেতা রাসেল শিকদার প্রমুখ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় বক্তারা পৃথক পৃথক বক্তৃতাকালে বলেন,দেশের দ্রব্যমূল্যের দাম বেড়েই চলছে সরকার সেদিকে তদারকি না করে বিএনপিকে দমন পিরণের জন্য স্বশস্ত্র সন্ত্রাসী ছাত্রলীগ ও হেলমেট বাহীনি দিয়া পবিত্র ঢাকা বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসকে ছাত্রদলের রক্তে রঞ্জিত করেছে। আজ দেশের জনতা ফুসে উঠেছে, এ অবৈধ ভোট বিহীন সরকারকে বিএনপির কর্ণধর আগামির দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন গড়ে তোলা হবে। যতক্ষণে এ অবৈধ সরকার পদত্যাগ না করবে ততক্ষণে বিএনপি ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার না করে ফিরবে না এই শপথ কার্যকর করাই হচ্ছে এই বার্ষিকীর সফলতা। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মী ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply