নওগাঁ জেলা প্রতিনিধি;-
নওগাঁ শিশু ও জন সাধারনেনর জন্য অবহেলিত এলাকার পরিবেশ সৃষ্টির লক্ষে ও পরিবেশ বান্ধব “প্রশান্তির প্রহর” নামে পাকের ভিত্তি প্রস্থত স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরেশহরের নওগাঁ তাজের মোড়ের পার্শে প্রশান্তির প্রহর এর নাম ফলক উন্মোচন করেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু। পরে জেলা পরিষদ আয়োজনেন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে মুঠো ফোনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ,এম,খায়রুজ্জামান লিটন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদেদর চেয়ারম্যানন আরিফুল ইসলাম নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কমকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ,জেজলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা,পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্দেদ শিষাণ,আওয়ামী লীগ নেতা মোহম্মাদ আলী,এ্যাডভোকেট সালাহউদ্দিন খান মিন্টু,
7নং ওয়াড কাউন্সিলর সারওয়ার তানজিম সম্রাট,রেডক্রিসেন্ট সদস্য জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগ সদস্য মৌলবী বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
Leave a Reply