পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
দীর্ঘ ১৯ বছর পর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমী মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৩১ মে মঙ্গলবার সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২ পর্যন্ত সম্মেলনের ১ম অধিবেশনের আলোচনা সভা শেষ হয়। পরে দ্বিতীয় পর্বে ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মতামতের ভিত্তিতে রায়পুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সুচনা করা হয়। প্রভাবশালী সভাপতি প্রার্থী এডভোকেট মিজানুর রহমান মুন্সী ভোটাভোটি চাইলেও, তার প্রস্তাব অগ্রাহ্য করা হয়।
হাজী ইসমাইল খোকনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের চীফ হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ।
প্রধান বক্তা ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড.নুরউদ্দিন চৌধুরী নয়ন। উদ্বোধক ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃগোলাম ফারুক পিংকু।
বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ,ফরিদুন্নাহার লাইলী, হারুনুর রশিদ, ইন্জ্ঞিনিয়ার আবদুর সবুর, একেএম শাহজাহান কামাল এমপি, মোহাম্মদ আলী খোকন, ইঞ্জিনিয়ার খোকন চন্দ্র পাল প্রমুখ।
এসময় ৭১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ২১ জনের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক বাবুল পাঠানকে ঘোষনা করা হয়, সিনিয়র সহ-সভাপতি হাজী ইসমাইল খোকন, ও সহ-সভাপতি মোঃ শাহাজাহান, কাজী গুলজার, হারুনুর রশিদ, দিদার হোসেন দেলু, তাফাজ্জল হোসেন, সাইয়েদুল বাকিন ভূঁইয়ার নাম ঘোষনা করা হয়। মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, শফিক খাঁন, কামরুল হাসান রাসেলকে যুগ্ন-সাঃ সম্পাদক ঘোষনা করেন। সাংগঠনিক সম্পাদক পদে মারুফ বিন জাকারিয়া, তানভীর হায়দার রিংকু, শফিউল আজম সুমনের নাম ঘোষনা করেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিযয়ক সম্পাদক আলমগীর হোসেন অশ্রু, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আক্তার মিঝি, মুক্তিযুদ্ধ বিযয়ক সম্পাদক মান্নু চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাদুর রহমান তুষার, সাস্থ্য সম্পাদক রিপন পন্ডিত, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক রিপাত হোসেন জিকু, প্রচার সম্পাদক শরিফ হোসেন খোকন এর নাম ঘোষনা করেন, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড.নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এদিকে কাউন্সিলরদের ভোটাভোটির মাধ্যমে কমিটি হওয়াতে কয়েকজন কাউন্সিলরের ক্ষোভ প্রকাশ
Leave a Reply