লিয়াকত মাসুূদ,কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;-
দীর্ঘ নয় বছর পর শনিবার (৪ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
উপজেলায় সম্মেলনকে ঘিরে এদিকে কসবা উপজেলায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নেতৃত্বের সমর্থনে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও পদ পদবীর সমর্থনে স্ট্যাটাস দিচ্ছেন।
বিভিন্ন নেতার অনুসারীরাও নিজ নিজ নেতার সমর্থনে ফেসবুকে প্রচার প্রচারণা চালাচ্ছেন। গোটা উপজেলায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
সম্মেলনে দিনক্ষণ ঘোষণার পর দলীয় নেতৃবৃন্দ এলাকার অভিভাবক আইন মন্ত্রী আনিসুল হক এমপি কে সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনোনিত করেছেন।
সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে একাধিক নেতার নাম শোনা যাচ্ছে। এবারের সম্মেলনে সাধারণ সম্পাদক হবেনকে এ নিয়ে তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা চলছে
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্বে করবেন মাননীয় মন্ত্রী আইন বিচার ওসংসদ বিষয়ক মন্তী আনিসুল হক এমপি, উদ্বোধন করবেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্বা
জনাব র.আ.ম উবায়দুল মো কতাদির চৌধুরী, সভাপতি বাংলাদেশ আওয়ালীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা, প্রধান অতিথি উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্বা জাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ,
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, শ্রী সুজিত রায় নন্দী, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ , ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.), এবাদুল করিম বুলবুল এমপি, ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর, এম ফরহাদ হোসেন সংগ্রাম, এমপি ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর, উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) এমপি, সংরক্ষিত মহিলা আসন ১২ । জেলা কমিটির নেতারা বলছেন, আওয়ামী লীগে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কোন গ্রুপিং নেই। ঐক্যবদ্ধভাবে শক্তিশালী কার্যকরী কমিটি উপহার দিতে চান তারা।
Leave a Reply