মোঃ মোশাররফ হোসেন মনির
বাগেরহাট জেল প্রতিনিধি;-
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা, হুমকি ও কটূক্তি করার প্রতিবাদে বাগেরহাট জেলা শরণখোলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ জুন) শনিবার বিকাল সাড়ে ৪ টায় শরণখোলা প্রেসক্লাব চত্বর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শরণখোলা উপজেলা সদর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরণখোলা প্রেসক্লাব চত্বরে মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ করে নেতা-কর্মিরা।
পরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন সভাপতিত্বে ও
আসাদুজ্জামান স্বপন পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিক্ষা সাহিত্য সংস্কৃতির বিষয়ক সম্পাদক,
চ্যানেল আই
বাগেরহাট জেলা প্রতিনিধি
হাফিজুর রহমান,
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আসাদ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আসাদুজ্জামান মিলন ,
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেক্সনা দেলোয়ার, ৩ নং রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল আহম্মেদ রুমী, ১ নং ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হাসান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন নান্টু, ১ নং ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মিরাজ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকন্দ ইব্রাহিম সুমন, উপজেলা তাতীলীগের সভাপতি মোঃ জিয়াউল হাসান তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর তালুকদার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ,
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply