পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জনপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (০৬ জুন) বেলা ১১ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে দৈনিক যায়যায়দিন এর ফ্রেন্ডস্ ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সোহাগের সঞ্চালনায় দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ফ্রেন্ডস্ ফোরাম পাকুন্দিয়ার উপদেষ্টা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজলিন শহীদ চৌধুরী, অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান, সাবরেজিস্টার মহসিন উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার শিরাজুল ইসলাম, সমাজ সেবা অফিসার রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, হাজী জাফর আলী কলেজের প্রভাষক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি তরিকুল হাসান শাহীন, রিপোর্টার্স ক্লাব পাকুন্দিয়ার সভাপতি মনজুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জন্মদিনের কেক কেটে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষ করেন অতিথিবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক শাখাওয়াত হোসেন হৃদয়, ফ্রেন্ডস্ ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক বুরহান উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সুলতান আফজাল আইয়ুবী, সদস্য জাহিদ হাসান মুক্তার, আবুল হোসেন, হৃদয় হোসেন, রাকিবুল হাসান হিমেল, রাফসান জামান প্রমুখ।
বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।
Leave a Reply