মঠবাড়িয়া,পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুরের মঠবাড়িয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার সকালে রিপোর্টার্স ইউটিনির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল। দৈনিক যায়যায়দিনের মঠবাড়িয়া প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, খবর বাংলার সম্পাদক শামসুদ্দোহা প্রিন্স, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, রিপোর্টার্স ইউটিনির সাধারণ সম্পাদক আব্দুর রহমান নোমান, সাংবাদিক আব্দুল হালিম দুলাল, জুলফিকার আমিন সোহেল, আবুল বাশার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন চৌধুরী, সাংবাদিক এজাজ উদ্দিন চৌধুরী, মাসুম ফরজী, মাসুদ রানা, শাকিল বাবু ও রুম্মান হাওলাদার প্রমুখ। বক্তারা দৈনিক যায়যায় দিন পত্রিকার উত্তরোত্তর সাফাল্য কামনা করেন।
Leave a Reply