নাজিরপুর,পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ২নং মালীখালী ইউনিয়নে আওয়ামীলীগ নেতাকে হত্যার চেষ্টায় ব্যার্থ গাজা ব্যাবসায়ী ও সন্ত্রাসী চক্র। জানা গেছে উপজেলার ২নং মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা শ. ম. আতিয়ার হোসেন এর বাড়ীতে সকাল ৭:৩০ ঘটিকার সময় মুখোশ পরিহিত ৮/১০ জনের একটি দল স্বশস্ত্র অবস্থায় তার বসত ঘরের দরজার কাছে দাড়িয়ে ধাক্কা ধাক্কি করলে নেতা ঘর থেকে বের হয়ে আসতে চেষ্টা হওয়ার সময় সন্ত্রাস বাহীনিরা রড, দিয়ে পিটিয়ে এক পর্যায়ে চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপা মারলে বাম হাত দিয়ে ঠেকানোর সময় বাম হাতে মরাত্বক জখম হয়। এসময় ডাক-চিৎকারলে আশে-পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী বাহীনিরা ফাঁকা গুলির শব্দ করে পালিয়ে যায়। আহত আওয়ামী নেতা আতিয়ারকে দ্রæত নাজিরপুর হাসপাতালে এনে চিকিৎসা করা হয়। আহত আওয়ামী নেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান ঐ সন্ত্রাসী বাহিনীর একজনকে আমি চিনতে পেরেছি তার নাম সজল (২৫), পিতা- লোকমান শেখ, সে এলাকায় নেশা সামগ্রী বিক্রি সহ নেশা সেবনকারী। এলকাকে নেশামুক্ত রাখার ঘোষানা দেওয়ায় আমাকে ওরা হত্যার চেষ্টা করে। আমাকে কুপিয়ে আমার ঘরে একটি ব্যাগে থাকা ৬ লক্ষ ৫০ হাটার টাকা ব্যাগ সহ নিয়ে যায়। ওদের গুলির শব্দ শুনে এলাকার কোন মানুষ ভয়ে কাছে আসতে পারে নাই। আমাদের এলাকা এখন নেশা সামগ্রীতে ছয়লাব হয়ে গেছে। আহত আরো জানান তিনি এলাকায় গণপ্রাজন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রীর আস্থাভাজন লোক ঐ ইউনিয়নে তিনি মন্ত্রীর পক্ষে প্রতিনিধিত্ব করেন। এ ব্যপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির এর সথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, সন্ত্রাসী যত বড় মাপের হোক না কেন সে আইনের হাত থেকে পালিয়ে থাকতে পারবে না। তাকে ধরার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
আকরাম আলী ডাকুয়া,
নাজিরপুর,পিরোজপুর।
Leave a Reply