মঠবাড়িয়া,পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুরের মঠবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের সনদ প্রাপ্ত দলিল লেখকদের ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রমে নৈতিকতা, শুদ্ধাচার ও দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার কার্যলয়ের সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রার আব্দুল কুদ্দস। এসময় তিনি দলিল লেখকদের সেবা গ্রহিতাদের যাথাযথ মূল্যায়নের নির্দেশও দেন। এছাড়াও প্রশিক্ষণ দেন, ইন্দুরকানী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ইখতেখারুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মাসুম বিল্লাহ, নাজিরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার জোবায়ের হোসেন ও মঠবাড়িয়া উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রব।
এ প্রশিক্ষণ কর্মশালায় মঠবাড়িয়ার সিনিয়র দলিল লেখক আ.খ.ম ইউসুফুজ্জামান, নাসির হোসেন জমাদ্দার, মিজানুর রহমান, জেলা সাব-রেজিস্ট্রার মহরার মাইনুল আহসান সহ উপজেলার ৭১ জন দলিল লেখক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক ও পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রার আব্দুল কুদ্দস জানান, দেশের সাথে তার মিলিয়ে দলিল লেখায়ও আধুনিকায়ন সংযোগ করা হয়েছে। এখনকার দলিলে লেখাগুলো শুদ্ধ ও স্পষ্ট। এ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দলিল লেখকেরা আরও আধুনিক ও স্পষ্ট ভাবে দলিল লেখা লিখতে পারবেন।
Leave a Reply