কয়রা(খুলনা)প্রতিনিধিঃ-
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফঁাড়ির আওতাধীন শাকবাড়িয়া নদীতে অভিযান চালিয়ে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অমান্য করে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ২ টি নৌকা আটক করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে অসাধু মাছ শিকারীরা পালিয়ে যায়। আটককৃত নৌকা থেকে অবৈধ ভেশালজাল সহ কীটনাশক উদ্ধার করা হয়। জানা গেছে, গতকাল ১১ জুন ভোর ৪ টার দিকে খাশিটানা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ নৌকা ২ টি আটক করা হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply