আকরাম আলী ডাকুয়া:নাজিরপুর,পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আসন্ন ২ইউপি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সংঙ্কায় ভুগছে স্বতন্ত্র প্রার্থীরা। ১২ জুন উপজেলার সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে আইন সৃঙ্খলা মত বিনিময় অনুষ্ঠানে ২ ইউনিয়ন এর আনারশ প্রতীক এ সতন্ত্র প্রার্থীরা স্ব স্ব বক্তব্যে এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন মোঃ জাহেদুর রহমান, জেলা ম্যাজিষ্ট্রেট, পিরোজপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল র্যাব-৮ এর সিও জামিল হাসান, জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্ডার খাইরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়উর রহমান খলিফা, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশানার ভ‚মি মোঃ আল মামুন, অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাসানাত ডালিমএর বক্তৃতায় বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়য়ে আসছে ততই ইউনিয়নে বহিরাগত অপরিচিত হোন্ডা বাহীনির মহড়ায় এলাকা এখন কমম্পিত। অপর দিকে ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের চশমা মার্কার স্বতন্ত্র প্রার্থী বাবুল ফকির তার বক্তব্যে বলেন, ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে সীমান্তবর্তী যে কয়টি কেন্দ্র আছে প্রত্যেকটিই ঝুঁকিপূর্ণ। এছাড়ও ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের আনারশ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান গাজী বলেন ইউনিয়নের ৯টি ওয়ার্ড, ২টি ওয়ার্ড যোগাযোগের মোটামুটি ব্যবস্থা আছে বাকী ৭টি ওয়ার্ড দুর্গম এড়িয়া, নৌকা-ট্রলার ছাড়া চলাচলের কোন সু-ব্যবস্থা নাই। অপর দিকে ইউনিয়নের অপর প্রান্তে টুঙ্গিপাড়া উপজেলা, কোটালীপাড়া উপজেলা ও বানারীপাড়া উপজেলা সীমান্ত বেষ্টিত এই ইউনিয়ন ঘেরা। বহিরাগতদের উৎপাতে আমরা স্বতন্ত্র প্রার্থীরা প্রচার প্রচারনায় ব্যপক হুমকির মুখে কাটাচ্ছি। আগামি ১৫ই জুন নির্বাচনে ঐ সকল বহিরাগতদের ইউনিয়নে প্রবেশ করতে না দিলে ইউনিয়নের সাধারণ খেটে খাওয়া মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে বলে আমার বিশ^াস। এ সময় বরিশাল র্যাব-৮ এর সিও এবং পুলিশ সুপারের পক্ষে সরদ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বক্তাদের আশ^াস দেন, কোন প্রকার কোন ঝামেলা বহিরাগতরা করতে পারবে না, যদি আপনার প্রার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের কাজে সহায়তা করেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন কোন প্রকার কোন অসৎ ব্যক্তি বহিরাগত কোন লোক নির্বাচনের দিন ঐ ইউনিয়নে ঢোকে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে যা যা প্রয়োজন তা প্রশাসনের পক্ষ থেকে থাকবে।
আকরাম আলী ডাকুয়া
নাজিরপুর, পিরোজপুর।
Leave a Reply