মঠবাড়িয়া,পিরোজপুর প্রতিনিধি;-
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নৌকার মাঝি হতে চান বঙ্গবন্ধুর নাতি বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার (অবঃ) আহমেদ সাব্বির নায়হান পাশা। রোববার (১২ জুন) দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় নির্বাচনে আ’লীগের মনোনায়ন প্রত্যাশী বলে জানান। পাশা বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য ও ষ্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই কাজী আকরাম হোসাইনের ভাগ্নে এবং উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিরা গ্রামের বিশিষ্ট ব্যববসায়ি মরহুম আবদুল মান্নানের ছেলে।
এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেমায়েত উদ্দিন, সাপলেজা ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ জমাদ্দার ও সাধারণ সম্পাদক ফারুক পাহলান প্রমূখ।
আহমেদ সাব্বির নায়হান পাশা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে দেশের সব সেক্টরের উন্নয়ন হচ্ছে। তার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি জানান, আমি মঠবাড়িয়ার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আগামী প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে চাই যাতে তারা দেশকে এগিয়ে নিতে পারে। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এ আসন থেকে আগামী নির্বাচনে মনোনয়ন চাইব।
Leave a Reply