আকরাম আলী ডাকুয়া:নাজিরপুর,পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আসন্ন ইউপি নির্বচনকে কেন্দ্র করে ১৩ জুন ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের আনারশ প্রতীকের প্রার্থী হাসানাত ডালিম বৈঠাকাটা বাজার থেকে নির্বাচনী শেষ প্রচার-প্রচারনা অংশ হিসেবে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে দুপুর ২টা থেকে শোডাউন শুরু করে কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করেন। শোডাউনটিতে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে ৩ হাজারেরও অধিক ভোটাররা সমবেত হয়ে সমাবেশ সফল করেন। সমাবেশে আনারশ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহার বক্তব্যে বলেন, ৫ বছর প্রতিধিত্ব করেছি, ভুল-ত্রæটি থাকতেই পারে, তথাপি চেষ্টা করেছি জনগণের সেবা করার, যদি আপনারা আমার উপরে সন্তুষ্ট থাকেন তাহলে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের ভালোবাস প্রকাশ করে পুনরায় আপনাদের পাশে থেকে সুখ-দু:খের ভাগিদার হওয়ার সুযোগ দিন। ঐ ইউনিয়নটিতে ষোলআনী ভোটারের মধ্যে বারোআনি ভোটার বিএনপি সমর্থক চার আনী ভোটার আওয়ামীলগ ও অন্যান্য সমর্থিত। হাসানাত ডালিমের আচরণে দলমত নির্বিশেষে হাসানাত ডালিমকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করছে জন সাধারণ। অপর দিকে একই দিনে নৌকা প্রার্থীর কবির বাহাদুর শেষ শোডাউন করেন নিজ এলাকার মেদার হাট বাজারে। জানা গেছে ঐ শোডাউনে উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতা-কর্মী, দীর্ঘা ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর নেতৃত্বে অংশগ্রহন করেন। এমনকি পাশর্^বর্তী উপজেলা নেছারাবদ, বানারীপাড়া, কোটালীপাড়ার লোকজনও সমাবেশে দেখা গেছে। স্বতন্ত্র প্রার্থী প্রচারণার লোক সমাগমের অবস্থান দেখে নৌকা প্রার্থীর কর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। ১৪জুন সকাল ৯টায় বৈঠাকাটা বাজারে আনারশের স্বতন্ত্র প্রার্থীর কর্মী সজীব হোসেনকে মারধর করে লাঞ্চিত করার ঘটনা ঘটে। কাশ্মির এলাকার সদ্য আওয়ামীলীগে যোগদানকারী আব্দুল খালেক এর বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায়। ভোটারদের ভয়-ভীতি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করছে। এ ব্যপারে স্বতন্ত্র প্রার্থী প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে। অপর দিকে ৩নং দেউলবাড়ী দোবড়া ইউপি নির্বাচনে ৩ প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে সমানে সমান, তবে এগিয়ে আছে নৌকা।
Leave a Reply