মোঃ মোশাররফ হোসেন মনির
বাগেরহাট জেলা প্রতিনিধি;-
ভারতের বিজেপি দলের মুখপাত্র নুপুর শর্মা কতৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সারা দেশের ন্যায় বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫জুন) আসর নামাজবাদ উপজেলার ধানসাগর ইউনিয়নের পহলানবাড়ি বাসস্ট্যান্ডে “ধর্ম প্রাণ মুসলিম জনতার” ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আসরের নামাজ শেষে ধর্ম প্রাণ মুসলিম জনতা পহলানবাড়ি বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে ছুটুখার বাজারের সড়কগুলো প্রদিক্ষন শেষে আবারও পহলানবাড়ি এসে জমায়েত হয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছুটুখার বাজার তালিমুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা মুসা সাইফী, ধানসাগর নলবুনিয়া আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক এস কে আবুল খায়ের, বাংলা প্রভাষক মিজানুর রহমান, সোনাতলা ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ছুটুখার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ, বানিয়াখালি আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, দৈনিক বাংলার চোখ প্রত্রিকার শরণখোলা প্রতিনিধি
মোঃ সাব্বির হোসেনসহ এলাকার ধর্ম প্রাণ মুসলিম জনতা।
এ সময় বক্তারা নুপুর শর্মার এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং অবিলম্বে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
Leave a Reply