এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- কিশোরগঞ্জে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কিশোরগঞ্জ জেলা শাখার (২০২২-২৪) ১৭ জুন শুক্রবার সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোট গননা করে শনিবার সকালে নির্বাচিতদের ফলা ফল ঘোষনা করেন প্রতিদ্বন্ধিতায় (বাপুস) জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতির অলংকৃত করেছেন মঠখোলা রফিক লাইব্রেরী মালিক রফিকুল ইসলাম, অলংকৃত করেছেন কিশোরগঞ্জ জেলা শহরে আল হাসেমিয়া লাইব্রেরী মালিক মোঃ কবির হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ।বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি-বাপুস কিশোরগঞ্জ শাখার দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু করেন । চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় ।
এবারের নির্বাচনে সম্মিলিত পুস্তক ব্যবসায়ী পরিষদ ও মূলধারা পরিষদ নামে দু’টি প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ ২৬টি পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার ১৩ উপজেলা মিলিয়ে ২৪৩ জন ভোট কাস্ট হয় ২২৫ টি।
বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সরাসরি তত্ত্বাবধানে এবারকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কেন্দ্রীয় পরিচালনা কমিটির পরিচালক
উল্লেখ্য বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা কমিটির নির্বাচন সম্পন্ন হয়। মূলত পুস্তক প্রকাশক ও বিক্রেতা/ বই ব্যবসায়ীদের অধিকার রক্ষায় কাজ করছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সংগঠনটি।
Leave a Reply