মোহঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা)প্রতিনিধি;-
কুরআন তেলাওয়াতে ফজিলত ও গুরত্ব অনেক বেশি। রহমত বর্ষণের জন্য পবিত্র কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়া উত্তম কাজ। কুরআনের মধ্যে আছে রহমত ও বরকতের অফুরন্ত সম্ভার। যা দ্বারা মানুষের কল্যাণ ও সৌভাগ্য বৃদ্ধি হয় আল্লাহ তায়ালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন যেন তা নিয়ে গবেষণা করে বাস্তবে আমল করা হয়।
এই কোরআন বিজ্ঞানেরও এক রহস্যময় সম্ভার । একজন মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই কিতাব সর্বোত্তম বিধান দান করে। তারই ধারাবাহিকতায় খুলনার জেলার উপকূলবর্তী উপজেলা কয়রায়
বেসরকারি সেবা সংস্থা এতিম ফাউন্ডেশন কয়রার উদ্যোগে আজ ২০ জুন সোমবার বেলা ১১ টায় কয়রা সদরের দারুল হিকমা মডেল মাদ্রাসায় ৩০ পিচ কুরআন শরীফ মাদ্রাসার বাচ্ছাদেন মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এতিম সহায়তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা মোহাঃ মোস্তফিজুর রহমান (সোহাগ), মাওলানা সাইফুল ইসলাম, মোঃ আব্দুল আলিম, হুমায়ুন কবির, মাষ্টার সাইফুল্লাহ, মোঃ ইশতিয়াক আহমেদ প্রমুখ।
Leave a Reply