মঠবাড়িয়া,পিরোজপুর প্রতিনিধি;-
২৫জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সোমবার সকালে এ র্যালি আয়োজন করেন। এতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সুধীসমাজ, বিভিন্ন শিল্পী সংগঠন ও কে এম লতিফ ইনস্টিটিউশন এর বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আনন্দ র্যালিটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ বঙ্গবন্ধুর চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আকনের সভাপতিত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় আগামী ২৫ জানুয়ারি এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, মো. এমাদুল হক খান, রফিকুল ইসলাম জালাল, হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা সিলেটের বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ার প্রশংসা করে আরও বলেন, যার যার অবস্থান থেকে বানভাসিদের জন্য দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানানো হয়।
Leave a Reply