এম এ হান্নান (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে পাকুন্দিয়া দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। ২১শে জুন পাকুন্দিয়া অডিটোরিয়াম মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় উপজেলা প্রশাসন, পাকুন্দিয়া পৌরসভা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ওসাধারণ সদস্য,শিক্ষা প্রতিষটানের প্রধান গণ,মসজির ইমাম সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা মেজিঃ ফারজানা খানম বলেন আমরা মাদকমুক্ত সমাজ চাই’ কথাটি শুধুমাত্র বক্তব্যের মধ্যেই সিমাবদ্ধ রাখলে হবে না। বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে। মাদকের এ মরনব্যাধী থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মাদক নির্মূলে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় পাড়া মহল্লার মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। সন্তানের প্রতি পিতা-মাতার পারিবারিক দায়িত্ব বৃদ্ধি করতে হবে। শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সবকিছুর আগে নিজেকে মাদকের ছোয়া থেকে মুক্ত থাকার শপথ নিতে হবে। তবেই সত্যিকার অর্থে মাদকমুক্ত একটি সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রেনু চেয়ারম্যান পাকুন্দিয়া উপজেলা পরিষদ, তরিকুল ইসলাম আসাদ পেনেল মেয়র পাকুন্দিয়া পৌরসভা, হাদিউল ইসলাম হাদি চেয়ারম্যান হোসেন্দী ইউ, নাহিদ হাসান সুমন তদন্ত কমকর্তা পাকুন্দিয়া থানার
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক কিশোরগন্জ রফিকুল ইসলাম কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
Leave a Reply