পঙ্কজ মিত্র: মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবরোধ কালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে মঠবাড়িয়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে ভিজিএফ কার্ডধারী ৩০ টি টি পরিবারে মাঝে এ চাল বিতরণ করা হয়। এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মঠবাড়িয়া পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপার ভাইজার নাদিরা পারভীন, পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন, নির্বাহী প্রকৌসুলী আব্দুল সালেক, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালমা আজাদী ও সাবেক কাউন্সিলর বৃন্দ। জানাগেছে, অবরোধ কালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করছেন। প্রতিটি কার্ডের বিপরীতে রয়েছে ৪০ কেজি চাল। ৬৫ দিনের আবরোধ কালীন সময় প্রত্যেক জেলে পরিবারে হাতে ৮০ কেজি করে চাল তুলে দেয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, অবরোধ কালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করছেন। প্রতিটি কার্ডের বিপরীতে রয়েছে ৪০ কেজি চাল। ৬৫ দিনের আবরোধ কালীন সময় প্রত্যেক জেলে পরিবারে হাতে ৮০ কেজি করে চাল তুলে দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
Leave a Reply