মঠবাড়িয়া,পিরোজপুর প্রতিনিধি;-
গ্রীষ্মকালীন দেশীয় অনেক ফলের সঙ্গে পরিচয় হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার জেলে পল্লীর এলাকার শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আয়োজিত গ্রীষ্মকালীন ফল উৎসবে শিক্ষার্থীদের ফলের সাথে পরিচিতির যোগসূত্র ঘটে।
বৃহস্পতিবার(২৩জুন) হাতে খড়ি ফাউন্ডেশনের উদ্যােগে ফলের স্টল নিয়ে শিক্ষার্থী’রা এ ফল উৎসবে মেতে উঠে।
দুপুরে হাতে খড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ ফিতা কেটে এ গ্রীষ্মকালীন ফল উৎসব উদ্বোধন করেন।
উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, চালতা, কামরাঙা, জলপাই, পেঁপে,ডেউয়া,ড্রাগন,নাশপাতি,লটকন,সফেদা,আপেল,কমলা,তরমুজ,কলা,বেল,তালসহ দেশীয় ফল স্থান পায়।
আয়োজকরা জানান, বর্তমান সময় শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ফল দেখলেও, নাম জানা নেই অনেক ফলের। তাই ফলের সাথে তাদের পরিচয় করে দিতে এ উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীরাও বাড়ী থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে দোকান সাজিয়ে রাখে। এতে তাদের ভেতরে একধরনের আনন্দ অনুভব হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন মিস্ত্রী সজীব জানান, গ্রামের শিক্ষা-প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীকে প্রশ্ন করলে সে টানা বিভিন্ন দেশীয় ফলের নাম বলতে পারবে এবং সে দেখলে যেন বলতে পারে কোনটা কোন ফল। গ্রীষ্মকালীন ফল উৎসব করে আসছি,শিক্ষার্থীদের সঙ্গে ফলের পরিচয় করে দেওয়া জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ সাওজাল,হাতে খড়ি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ হাওলাদার নীল, মঠবাড়িয়া শাখার সভাপতি পলাশ বৈরাগী,দুর্জয় তালুকদার,সাকিব আল হাসান প্রমুখ।
Leave a Reply