এম এ হান্নান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া পৌরসভা কুড়তলা গ্রামের মো: নাছির উদ্দীন, তিনি বর্তমানে ৭নং ওয়ার্ডের কমিশনার। তিনি ২০২১সালে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করে ৭নং ওয়াডের কমিশনার হিসেবে দায়িত্ত্ব গ্রহন করেন।দায়িত্ব গ্রহনের পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজে জনগণের পাশে থাকছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন তারপর দেশের এসে নিজেকে মানব সেবা নিয়োজিত করলেন নিজে মাটি কেটে রাস্তা সংস্কার করেছেন তার এই কাজ অবশ্যই প্রশংসার দাবিদার।
কুড়তলা দিয়াপাড়া মরুরা চালিয়া গোপের সাধারণ জনগণ জানিয়েছেন,নিজ মাথায় মাটি কাটা নির্বাচিত জনপ্রতিনিধির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেন।এই কাজের জন্য প্রশংসা করেছেন সকলেই।
বর্তমান কমিশনার নাছির বলেন,রাস্তা গুলো পূর্বে বেকু দিয়ে মাটি কাটা হয়েছিল।কিন্তু বৃষ্টিতে রাস্তা গুলো ভেঙে যায় এবং রাস্তার মাঝে গর্ত হয়ে যাওয়ার মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল।তাই নিজ উদ্যোগে কয়েকজন এলাকায় যুবক ভাইদের নিয়ে মাটি কেটে রাস্তা গুলো সংস্কার করি।গ্রামের রাস্তা গুলো পাকা করতে পারলে মানুষের দুর্ভোগ কমবে আশা করি। আমার এই ৭ওয়ার্ডে প্রভাবশালী বৃদ্ধবান ব্যক্তিরা আমাকে সহযোগিতা করে তাহলে পরিবর্তন হবে ।
Leave a Reply