মোহঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ-
কয়রা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকাল ৩ টায় উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে উত্তর বেদকাশি ইউনিয়নের ৬নং ওর্য়াডের পাথরখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা প্রানী সম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ। উপজেলা তথ্য সেবা অফিসার ইসকিতা আফরিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানী, ইউপি সদস্য রেজাউল করিম কারিম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী তাদেরকে সমাজ উন্নয়নে কাজ করতে হবে। বাল্য বিবাহ,নারী নির্যাতন,নারীর ক্ষমতায়ন,অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীল করতে পরিবার থেকে মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে এলাকার ১ শ জন করে নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply