মোঃ মোশাররফ হোসেন মনির
বাগেরহাট জেলা প্রতিনিধি;-
বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রাম থেকে সোমবার রাত ১১টার দিকে ১২ ফুট এক অজগর উদ্ধার করা হয়েছে। আউয়াল হাওলাদারের বাড়ির পাশের একটি মাঠ থেকে অজগরটি উদ্ধার করেন বনরক্ষীরা।
পরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকার মঙ্গলবার( ২৮ জুন) সকাল ৯ ঘটিকায় বনে অবমুক্ত করা হয় অজগরটি।
এর আগে গত ১৭ মে আউয়াল হাওলাদার মাস্টারের বাড়ির ডোবা থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার হয়।
ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস সবুর জানান,সোমবার রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে আব্দুল্লাহ নামে এক কিশোর অজগরটি দেখতে পেয়ে সংবাদ প্রকাশের শরণখোলা প্রতিনিধিকে জানালে তিনি দ্রুত বন বিভাগকে জানায়।পরে রাত ১১টার দিকে খবর পেয়ে বন সুরক্ষায় নিয়োজিত ভিটিআরটি সদস্য নিবাস হালদার, জাহাঙ্গীর হোসেন ও সিপিজি সদস্য মহিদুলকে নিয়ে বনরক্ষীরা আউয়াল হাওলাদারের বাড়ির পাশের একটি মাঠ থেকে সাপটি উদ্ধার করে। ‘অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৭ কেজি। ‘
এসও আব্দুস সবুর আরো জানান, ধারণা করা হচ্ছে খাবার খোঁজে সুন্দরবন থেকে সাপটি লোকালয়ে চলে গেছে। এটিকে না মেরে গ্রামবাসীরা সচেতনতার পরিচয় দিয়েছে। এভাবে সাপ বা অন্য কোনো বন্য প্রাণী গ্রামে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানানোর অনুরোধ জানান তিনি।
Leave a Reply