আকরাম আলী ডাকুয়া:নাজিরপুর,পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদর চৌড়াঙ্গীর মোড়ে বে-সরকারি শিক্ষক সমিতির দুই গ্রæপের নেতৃবৃন্দ সাভারে শিক্ষক
হত্যা ও নড়াইলে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদ ত্যাগের দাবি
করেন শিক্ষক নেতারা। এ সময় মানবন্ধনের সভাপতিত্ব করেন শিক্ষক
কমিটির এক অংশের সভাপতি নাজিরপুর কলেজের ভাইস প্রিন্সিপাল
মোঃ মুজিবুর রহমান বালী। এ সময় উপস্থিত ছিলেন আর এক অংশের
সভাপতি সহকারি অধ্যাপক (অ:ব:) আবুল কাশেম খান, বক্তব্য রাখেন,
সহ-অধ্যাপক আবু সুফিয়ান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা
মুজিব মহিলা মহাবিদ্যালয়ের সহ-অধ্যাপক মনিরুল ইসলাম ও
সাখাওয়াত হুসাইন, রমেন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক শ্রীরামকাঠী ইউ
জে কে মাঃ বিঃ, গাওখালী কলেজের প্রভাষক তৃপ্তি রানী প্রমুখ। উক্ত
মানববন্ধনে বাকশিশি ও বাকবিশি সমিতি ও বে-সরকারি মাধ্যমিক
বিদ্যালয়ের কামরুজ্জামান গ্রæপ এবং সেলিম ভুইয়া ফেডারেশনের
উপজেলার সকল নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। বক্তারা পৃথক পৃথক
বক্তৃতাকালে বলেন সাভারে শিক্ষক হত্যাকান্ডের ঘটনায় এখনও কাউকে
গ্রেফতার করতে না পারায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। অচিরেই
যদি অপরাধীদের গ্রেফতার না করা হয় তাহলে কঠোর আন্দোলনের
কর্মসূচী ঘোষণা করা হবে। নাজিরপুর কলেজের সহকারি অধ্যাপক
আবু সুফিয়ান তার বক্তৃতায় বলেন, সরকার এমনিই আমাদের আমাদের
ন্যাজ্য পাওনা থেকে বঞ্চিত করেছে আমাদের দাবী মানছেনা এমনি
ভাবে মরার উপরে খড়ার ঘা বেতন-ভাতার চেয়ে দেশে দ্রব্য মূল্যের দাম হু হু
বাড়তে বাড়তে ক্রয় ক্ষমতার উর্ধ্বে চলে যাচ্ছে। আজ শিক্ষামন্ত্রী এ
বিষয়ে কোন মাথা ঘামাচ্ছে না। তার পরে শিক্ষকরা হত্যা সহ লাঞ্চনার
স্বীকার হচ্ছে এর ব্যবস্থা না করা হলে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি
করছি। শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল এর বক্তৃতায় বলেন, শিক্ষার্থীরা নূপুর
শর্মাকে নিয়ে যে ষ্ট্যাটাস দিয়েছে তার বিচার না করায় বিক্ষিপ্ত
জনতা আইন হাতে নেওয়ায় আজ শিক্ষক সমাজ কলুশিত হয়েছে। এ
ঘটনায় আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আকরাম আলী ডাকুয়া
নাজিরপুর, পিরোজপুর।
Leave a Reply