আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
আল -নাফি হজ্জ কাফেলার হাজীদের হজ্জের উদ্দেশ্যে বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন (বুধবার) সকাল ১০টাই হারিছ চৌধুরী বাজার বায়তুস সরফ জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। বায়তুস সরফ জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে মাওলানা জয়নাল আবেদীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সায়দল হক ভূঁইয়া, সমাজ সেবক, সিরাজ হায়দার বেলাল, হাজী রফিকউল্লাহ, হাজী আব্দুল হক চৌধুরী,হাজী ছানা উল্লাহ মিয়া, ভিবিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ মুসল্লিগন।
সুবর্ণচর উপজেলা থেকে এবছর আলহাজ্ব মাওলানা নাজিমুদ্দিন পরিচালিত আল- নাফি হজ্জ কাফেলা থেকে ৩৬ জন হাজী পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে রওনা হন।
Leave a Reply