কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা টহল ফঁাড়ির কালিবাড়ী এলাকার নদী থেকে অভিযান চালিয়ে ২২ বস্তা অবৈধ শুটকি মাছ সহ ২ টি নৌকা আটক করেছে বন বিভাগ। জানা গেছে, গতকাল ৩০ জুন রাত সাড়ে ১২ টার দিকে বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল শুটকি মাছ সহ ২ টি নৌকা আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে মাছ শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষ (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বনজসম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply