এম এ হান্নান কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-
করিমগঞ্জে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছ পাট ক্ষেত, পাট ক্ষেত ডুবে যাওয়া কৃষক ফসলের বেপক ক্ষেতি। উপজেলা গুজাদিয়া,সুতারপাড়া,নিয়ামতপুর,সাকুয়া,দেহুন্দা, পাট ও সবজি সহ এসব নানা ফসল দির্ঘ দিন ধরে পনিতে ডুবে থাকাই তা পচে পম্পন্ন নষ্ট হয়ে যাচ্ছে। ধার দেনা করে পাট ক্ষেতে ফসল হারিয়ে চরম ক্ষতিগ্রস্থ কৃষকরা। ক্ষতির শিকার কৃষকরা আবার নতুন করে ঘরে দারাতে সরকারি সহায়তার দাবি দাবি করেছে।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আশা পানিতে করিমগঞ্জ বন্যায় দেখাদিয়েছে। বন্যার পানিতে করিমগঞ্জ এলাকা প্লাবিত হওয়ায় ডুবে যাচ্ছে পাট ক্ষেত। বরজ সবজিসহ বিভিন্ন ফসল দির্ঘদিন ধরে পানিতে নিমজ্জিত রয়েছে। ফসল ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতিমুখে পরেছেন কৃষক। পাট জমির বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে দির্ঘ দিন ধরে পনিতে ডুবে থাকাই এসব পাট ক্ষেত ফসল পঁচে সম্পন্ন নষ্ট হয়ে যাওয়ার অশঙ্কা করছেন কৃষক।
Leave a Reply