এম এ হান্নান কিশোরগঞ্জ প্রতিনিধি:- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -২ কটিয়াদী / পাকুন্দিয়া আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মুক্তি যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলা, জেল হত্যা মামলা, পিলখানা মামলা তদন্ত কর্মকর্তা,ডি আইজি মোঃ আব্দুল কাহার আকন্দ বিপিএম, পিপিএম বাংলাদেশ পুলিশ। তিনি কটিয়াদী উপজেলার কৃতিসন্তান। ২ জুলাই শনিবার দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে মুক্তি যোদ্ধাদের সাথে এ মতবিনিময় সভা করেন। বিকালে আচমিতা ইউনিয়ন মুক্তি যোদ্ধাদের সাথে আলোচনা সভা করেন। বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডার আলি আকবর পিন্টু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাইফুল্লাহ জামান সরকার যুবলীগের নেতা সুমন ।এ ছাড়া আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগে যুবলীগ শ্রমিক সহ অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া ।
আবদুল কাহার আকন্দ মতবিনিময় সভা
আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে একজন সৎ ও যোগ্য, দক্ষ অভিজ্ঞ ব্যক্তিকে আপনারা নির্বাচিত করে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন ।
Leave a Reply