কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- কিশোরগঞ্জ জেলা সদর পাকুন্দিয়া কটিয়াদী তিন উপজেলা ৫ টি ইউনিয়নের মিলন স্থল পুলেরঘাট উপশহর যানজট নিরসনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জুলাই ) বিকাল ৫ টা সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পুলেরঘাট উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আলোচনা সভায় পুলেরঘাট উপশহর বনিক সমিতির সভাপতি খাইরুল আলম খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি সারোয়ার জাহান, যানজট নিরসনের কমিটি আহবায়ক মোস্তফা খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহুতিয়া তদন্ত কেন্দ্রর ইনর্চাজ শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ আলম মিয়া, সেচ্চাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম জাফরুল, অটো শ্রমিক নেতা শামিম আহমেদ, অটো শ্রমিক নেতা শরিফ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ যে গত ৬ মে অনলাইন বিডি চ্যানের ফোর ও পাকুন্দিয়া প্রতিদিন সহ জাতীয় বিভিন্ন পত্রিকা নিউজ যানজটের শহর পুলেরঘাট শিরোনাম প্রকাশীত হলে প্রশাসনের টনক নড়ে ।
Leave a Reply