পঙ্কজ মিত্রঃমঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পর্যায় দ্বিতীয় ধাপে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাঃ সারমীন জাহান। দিনব্যাপী পর্যায়ক্রমে ১১’শ ৯১ জন সুবিধাভোগীদের মাঝে এ পণ্য বিক্রয় হবে।
এসময় উপস্থিত ছিলেন, তদরকি কর্মকর্তা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আজম, মঠবাড়িয়া থানার এএসআই মিঠুন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মো. আরিফুর রহমান সোহাগ, স্থানীয় আ’লীগ নেতা মোশারফ হোসেন শরীফ, বিভিন্ন ইউপি সদস্য ও সংশ্লিষ্ট ডিলার জাহিদ হোসেন শরীফ প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল আয্হা উপলক্ষে ও নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যে এ পণ্য বিক্রয় হচ্ছে। একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন কিনতে পারবেন।
Leave a Reply