নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:,-
মণিরামপুরে বিএনপি’র উদ্যোগে সিলেটসহ বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের পাশে সাহার্য্যরে হাত বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষে উপজেলা বিএনপি’র তথ্যাবধানে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি’র নেতাকর্মীরা অর্থ সংগ্রহ শুরু করেছেন। উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাড. শহীদ মুহম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। এ জানতে চাইলে অ্যাড. শহীদ মুহম্মদ ইকবাল হোসেন জানান, সোমবার জেলা বিএনপি’র ত্রান তহবিলে প্রায় দেড়লাখ টাকা জমা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বন্যা কবলিত মানুষের দুঃখ-দূর্দশা লাঘব না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply