নিজস্ব প্রতিবেদক;-
গত রোববার (৩জুলাই)বিভিন্ন অনলাইন পোর্টালে পাকুন্দিয়ায় বেপরোয়া কিশোরগ্যাং আতংকে এলাকা বাসী” প্রকাশিত সংবাদদের প্রতিবাদ , আপনার অনলাইন পত্রিকায় এক বেনামি অনুষদের কয়েকজন নিয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে যা সম্পূর্ণভাবে মিথ্যা, তারা কোন কিশোরগ্যাং এর সাথে জরিত নন তারা প্রকৃত পক্ষে শিক্ষানুরাগী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে সাথে সম্পিত, তারা কোন ক্রমেই কিশোরগ্যাং এর সাথে জরিত নন বলে প্রতিবাদ জানিয়েছেন তাদের নামে এলাকা কারো কোন অভিযোগ নাই
বিষয়টি নিয়ে ৬ জুলাই বুধবার আমরা লিখিত ভাবে একযোগে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ সংবাদের সংশোধনীসহ আমাদের প্রতিবাদলিপি আপনার বহুল প্রচলিত অনলানপোর্টাল প্রকাশের অনুরোধ জানাচ্ছি। আনোয়ার হোসেন জনি,পিতা সফির উদ্দিন, মামুন পিতা মন্জিল মিয়া, আরমান পিতা শাজাহান, সজিব পিতা জমসেদ,রাসেল পিতা কদ্দুস, শুভ পিতা আশরাফ উদ্দিন, ক্লান্ত পিতা কালাম কবিরাজ, উবাদুল্লা, জাকির,লতিফমীর, সুমন, রাব্বি পিতা সোহরাব উদ্দিন, জিয়ন
পিতা সবুজ,
প্রতিবেদকের বক্তব্য: উল্লেখিত প্রতিবেদনটি কিছু লোকের মৌখিক অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জানতে পারি অভিযোগটি শতভাগ সত্য নয়। তাই এমন একটি প্রতিবেদন করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
Leave a Reply