পঙ্কজ মিত্র: মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ওয়ার্ড আ’লীগ নেতার ভাইয়ের ঘরে রাখা খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ঐ আ’লীগ নেতার বসত ঘর।
বুধবার (৬ জুলাই) গভীর রাতে পৌর আ’লীগ সাধারণ সম্পাদক পরিতোষ বেপারীর ছোট ভাই অপুতোষ বেপারীর গো-খাদ্য (খড়) রাখা ঘরে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
অপুতোষ বেপারী জানান, বুধবার রাতের শেষ দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পৌর শহরের ৩ নং ওয়ার্ডে তার গো-খাদ্য (খড়) রাখা পাকা ঘরে অগুন ধরিয়ে দেয়। খড় পুড়ে আগুনের লেলিহানে ঘরের আড়া-বরেঙ্গা পুড়ে যায়। একই সাথে অগুনের লেলিহান পাকা দেয়ালের বাহিড়ে বেরুলে আমার টের পাই। এসময় আমাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রতিবেশীরা এগিয়ে না এলে হয়তো আমাদের বাড়ি-ঘর রক্ষা করতে পারতাম না। এ ঘটনায় থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply