পঙ্কজ মিত্র:মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে পিরোজপুরের মঠবাড়িয়ায় গরীব মেধাবী ছাত্রদের মাঝে বাই সাইকেল, ছাত্রীদের ছাতা, অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন, কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১১ টায় মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশন চত্বরে প্রধান অতিথি হিসেবে নারীদের মাঝে সেলাই মেশিন ও ছাত্রদের মাঝে বাই সাইকেল, ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন তুলে দেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ প্রমুখ।
উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ২০৮ জন গরীব মেধাবী ছাত্রদের মাঝে বাই সাইকেল, ৬১৫ জন ছাত্রীদের মাঝে ছাতা, ২৩৩ জন অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৮৩ জন কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।
এর আগে শিক্ষার মানোন্নয়নে করনীয় বিষয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি সাংসদ ডাঃ রুস্তম আলী ফরাজি বলেন, শিক্ষা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষায় বিপ্লব ঘটানোর জন্য নিরলসভাবে কাজ করছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন, উপবৃত্তি দিচ্ছেন। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যারা মাধ্যমিক পর্যায় লেখা-পড়া করছে-তারা শিশু ও কিশোর। শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা থাকে না। এদের লেখা-পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ বানাতে অবশ্যই অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি সচেতন হতে হবে।
Leave a Reply