পঙ্কজ মিত্রঃ মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃক্ষ রোপন কর্মসূচি করেছে উপজেলা ও পৌর যুবলীগ। শক্রবার (৮ জুলাই) সকালে মঠবাড়িয়া সরকারি কলেজর সবুজ চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহম্মেদ। এর আগে বৃহস্পতিবার রাতে তিনি পৌর শহরের কলেজ রোড এলাকায় পৌর যুব লীগের অফিস উদ্বোধন করেন।
এ সময় পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্নার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, আলভী আল আমিন, সদস্য শাহ আলম শিকদার প্রমুখ।
Leave a Reply