মোঃ মোশাররফ হোসেন মনির
বাগেরহাট জেলা প্রতিনিধি;-
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শরণখোলা উপজেলার সকল শ্রমিক,জনসাধারণ এবং দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শরণখোলা উপজেলা দূরপাল্লা নৌ জাহাজ লোড আনলোড শ্রমিক সমিতি সরদার ( মাঝি) মোঃ হারুন হাওলাদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
হারুন হাওলাদার বলেন, ঈদুল আযহা আমাদের মুসলমানদের জন্য অন্যতম ২য় ধর্মীয় উৎসব। ত্যাগ মহিমায় উদযাপিত পশু কোরবানির মধ্যে দিয়ে পালন করা হবে ঈদুল আযহা পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল আযহা।
দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।
তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে আসেন আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ধনী গরীব সবাই একাকার হয়ে যায়।
তিনি আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। আযহা অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি।
শরণখোলা উপজেলা বাসীসহ অনাবিল সুখ-শান্তির পাশাপাশি পবিত্র ঈদুল আযহা নিয়ে আসুক এক সুন্দর পৃথিবী সেই প্রত্যাশা করে সকলের কল্যাণ কামনা করেন।
Leave a Reply