রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধি;-
পবিত্র ঈদুল আজহার দিন সকালে রায়পুর মুরিহাটা মসজিদের একটি লৌহবস্তু নেয়ার সময় মানুষিক ভারসাম্যহীন যুবক পীরজাদা জসিমকে(৪৫) চোর সন্দেহে পিটানোর পর থানায় সোপর্দ করেন, রায়পুর পৌরসভা মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট। পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা করে থানা হাজতে রাখেন। প্রাথমিকভাবে তার অসংলগ্ন আচরন দেখে পুলিশ তাকে মানুষিক ভারসাম্যহীন মনে করে অভিভাবকদের খবর দেয়। পরে নিশ্চিত হয়ে তার অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়।।
Leave a Reply