মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ-
বাংলাদেশের সর্ব দক্ষিণে খুলনার কয়রা উপজেলার শাকবাড়ীয়া নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ১৯৭৪ সালে স্থাপিত কয়রা সিদ্দীকিয়া বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জুলাই সোমবার সকাল ১১টায় মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কয়রা সিদ্দকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মাওঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে
ও প্রাক্তন ছাত্র মাওঃ শিহাব উদ্দীনের সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম জিয়াদ আলী, সহ সভাপতি অত্র মাদ্রাসা গভার্নিং বডি, বিশেষ অতীথি হিসাবে উপস্থিত ছিলেন , মাওঃ আব্দুস সাত্তার সুপার বেদকাশী হাবীবিয়া দাখিল মাদ্রাসা, মাওঃ নূরুজ্জামান, অত্র মাদ্রসা মাওঃ রবিউল ইসলাম, অত্র মাদ্রাসা, জনাব, শরিফুল ইসলাম (টিংকু) সভাপতি বংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখা,
পুনর্মিলনী অনু্ষ্ঠানে ১৯৭৪ সাল থেকে ২০২২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনু্ষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদেন মধ্যে বক্তব্য রাখেন মোহাঃ মামুন বিল্লাহ তুরষ্ক প্রবাসী, মোহাঃ আনিসুজ্জামান, ইসলামী ব্যাংক কর্মকর্তা, মোঃ মনিরুল ইমলাম, ইনামুল হক, মোকাররম বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম আকাশ , শাহিনুর রহমান, আল আমীন মাহমুদ, শাহাবাজ হোসেন, সহ প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস,এম, জিয়াদ আলী বলেন, ‘অত্র মাদ্রাসা ১৯৭৪ সালে স্থাপিত একটি ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। কয়রা সহ আশে পাশের শিক্ষার্থীরা এখানে পড়া লেখা করেন। তাই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে সবাইকে ভূমিকা রাখতে হবে। এবং এমন উন্নয়নমুখী অনু্ষ্ঠান পালনে আমার পক্ষ থেকে সবসময় সার্বিক সসহযোগীতা থাকবে।’
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে থেকে মোঃ মনিরুল ইসলাম কে আহ্বায়ক ও মোঃ ইনামুল ইসলাম কে যুগ্ম আহ্বায়ক, মোঃ শাহিনুর রহমান কে ক্যাশিয়ার, শিহাব উদ্দিন কে সদস্য সচিব করে বিভিন্ন পরিকল্পনার কথা সবাইকে অবহিত করা হয়।
Leave a Reply