আকরাম আলী ডাকুয়া,নাজিরপুর,পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন শ্রীরামকাঠী বন্দরে করাতকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৩ জুলাই সকাল সোয়া ১১ টায় মোঃ মামুন হাওলাদার (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা গেছে উক্ত মামুন হাওলাদার ০৮ নং শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মোঃ বাদশা হাওলাদারের পুত্র। সে দীর্ঘদিন বন্দরের মতি মোল্লার করাতকলে শ্রমিকের কাজ করে আসছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে করাতকল চালু করতে বৈদ্যুতিক সুইচ চাপ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় অন্যান্য শ্রমিকরা মামুনের অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডা: শিমুল কৌশিক সাহা তাকে মৃতঃ ঘোষনা করেন। এ ব্যপারে নাজিরপুর থানায় একটি ইউ ডি মামলা রুজু হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। থানা সূত্রে আরো জানা যায়, বাদীর কোন অভিযোগ না থাকায় এবং বাদী লাশ পোষ্টমর্টেম করাতে রাজি না হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply