পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করায়, রায়পুর-চাঁদপুর সিএনজি ভাড়া আজ আগের জায়গায় এসেছে।
ইদ উপলক্ষে অসাধু ড্রাইভাররা ১০০ টাকার স্থলে সিএনজি ভাড়া ২০০/৩০০ টাকা নিতে থাকে। বিভিন্ন মারফতে খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাসের নির্দেশে এসিল্যান্ড রাসেল ইকবাল এই অভিযান পরিচালনা করে। এসময় অতিরিক্ত ভাড়া আদায় করায় কয়েকজন ড্রাইভারকে জরিমানা করা হয়। তিনি জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে রায়পুর মানবাধিকার সংস্থার সভাপতি গোলাম কিবরিয়া মঞ্জু ও সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বলেন, জনস্বার্থে এই অভিযান পরিচালনা করায়, রায়পুরের হাজারো ঢাকাবাসীর পক্ষ থেকে, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর অঞ্জন দাস মহোদয় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল মহোদয়কে অশেষ ধন্যবাদ।
Leave a Reply