পঙ্কজ মিত্রঃমঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় শিল্পী সমিতির উদ্যোগে একটি অসহায় পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে।
রোববার (১৭ জুলাই) রাতে পৌর শহরের টিএন্ডটি রোডস্থ শিল্পী সমিতির অস্থায়ী কার্যালয় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক জামাল এইচ আকন, সাবেক ছাত্রলীগ নেতা, মিজানুর রহমান মিলন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পী সমিতির উদ্যোক্তা সুমন বেপারী, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, ইসমাইল হোসেন হাওলাদার, মোস্তাফিজুর রহমান ফিরোজ, শিক্ষক যুগল অধিকারী, সংগঠনের সদস্য দেবাশীষ চৌধুরী প্রমূখ।
জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মঠবাড়িয়া শিল্পী সমিতি বরিশালের আঞ্চলিক ভাষায় একটি গান পরিবেশন করেন। যে গানটি ব্যাপক সাড়া ফেলেছে ও সংগীত জগতের প্রশাংসা অর্জন করেছে। এ ছাড়াও সম্পতি মঠবাড়িয়ার সার্বিক অধিকার রক্ষায় আরও একটি আঞ্চলিক গান সচেতন মহলে সাড়া ফেলেছে। শিল্পী সমিতির কার্যক্রমের উপহার সরূপ সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি শিল্পী সমিতিকে একটি সেলাই মেশিন উপহার দেন। ওই সেলাই মেশিনটি উপজেলার ছোট শিংগা গ্রামের অসহায় সুমনা রানীর হাতে তুলে দেয় হয়।
Leave a Reply