মোঃ রুবেল মিয়া,সরাইল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;-
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সরাইল উপজেলা যুবদলের নেতৃবৃন্দ । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ন্যায় সরাইলেও এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৬ জুলাই, শনিবার বিকালে সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে সরাইল সদর হাসপাতাল মোড় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দীকি, বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো.নুর আলম মিয়া।এতে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর (তপু) এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাষ্টার।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভুইয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন মিয়া ও সাধারন সম্পাদক সম্পাদক জাকারিয়া প্রমুখ।
বদিউজ্জামাল ধনিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকন্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বক্তারা।
Leave a Reply