পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ-
রায়পুর ৭ নং বামনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই ওয়ার্ডে এখনো একাধিক কাঁছা রাস্তা রয়েছে। বৃষ্টি হলে এখানকার সড়কগুলো মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে, আমির উদ্দিন সড়ক হইতে তোরাফের বাড়ির সামনে দিয়া আতর আলী হাজী বাড়ির সংযোগ সড়কটির অবস্থা খুবই খারাফ।
এলাকাবাসীর দাবী, অচিরেই যাতে জনপ্রতিনিগন এই রাস্তাটি সংস্কার করে দেয়।
এ ব্যাপারে ৯ নং ওয়ার্ড মেম্বার জাহিদুল আলম সুমন বলেন, এই রাস্তায় চলাচলে আমার ওয়ার্ডের মানুষ খুব কষ্ট পাচ্ছে। বিষয়টি আমি মাননীয় সাংসদের দৃষ্টি আকর্ষন করি।
বামনী ইউনিয়ন চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাস্তাটি মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন সাহেবের দৃষ্টিগোচর করেছি। আশা করি অচিরেই উনার কৌটায় এটি কার্পেটিং হবে।
Leave a Reply