পঙ্কজ মিত্রঃমঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ“আশ্রায়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ২১ জুলাই নির্মাণাধীন ঘর ১শ ৭টি ঘর হস্তান্তর করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেন।
উপজেলা শহীদ মাখন লাল দাশ মিলনায়তকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার। এসময় উপজেলা সহকারি কমিশণার (ভূমি), সাখাওয়াত জামিল সৈকত, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পালসহ গণমাধ্যাম কর্মিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ঘর দেয়া হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় তৃতীয় পর্যায় ‘ক’ শ্রেণীভূক্ত ১শ ৭টি পরিবারের মাঝে আগামী ২১ জুলাই দুই শতক জমির দলীলসহ ঘর হস্তান্তর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ ঘর উদ্বোধন করবেন। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫‘শ টাকা। তিনি আরও বলেন, আগামী ২৫ জুলাই ‘ক’ শ্রেণী মুক্ত মঠবাড়িয়া (অর্থাৎ যাদের জমি ও ঘর নেই) ঘোষণা করা হবে। পরে ‘খ’ শ্রেণী অর্থাৎ যাদের জমি আছে ঘর নেই, তাদের তালিকা করে পর্যায়ক্রমে ঘর দেয়া হবে। সারা বিশে^র মধ্যে বাংলাদেশের বর্তমান সরকারই হত দরিদ্র জনগোষ্ঠিকে জমিসহ ঘর দিচ্ছেন।
Leave a Reply