পঙ্কজ মিত্রঃ মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধিঃ-
পিরোজপুরের মঠবাড়িয়ায় রেপিড এ্যাকশন ব্যাটালিয়াল (র্যাব) এর হাতে মাদক মালার পলাতক আসামী সাজু (২৪) আটক হয়েছে। র্যাব-৮ এর একটি দল সোমবার বিকেলে উপজেলার গুলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে আটকের পর মঠবাড়িয়া থানায় হস্তান্তর করেন। থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৯ জুলাই) আদালতে সোপর্দ করেন। সাজু উপজেলার গুলিশাখালী গ্রামের শহীদ মিয়ার ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, একটি মাদক মামলায় ২০২১ সালে একটি মাদক মামলায় (মামলা নং-৮৭৭/২১) বিজ্ঞ আদালত সাজুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। আসামী সাজু প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে এলাকার বাহিরে পালিয়ে ছিলো। র্যাব-৮ এর একটি দল সোমবার বিকেলে উপজেলার গুলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে আটকের পর মঠবাড়িয়া থানায় হস্তান্তর করেন।
তিনি আরও বলেন সাজুকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে। আপরাধ দমনে থানা পুলিশ. ডিবি, র্যাবসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply